টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বিসিবিকে স্পষ্ট জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানো সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। তবে বিসিবির দাবি, আইসিসি কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।

এ পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিবেচনা করতে অনুরোধ করেছিল।

২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়: ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

বিসিবির এই অনুরোধের পটভূমি গত ডিসেম্বরে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনার জেরে নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে ভারতে তারা ম্যাচ খেলবে না। নাম প্রকাশ না করার শর্তে এক বিসিবি কর্মকর্তা বলেছেন, সরকারের অবস্থান অনুসারে ভারতে যাওয়া সম্ভব নয়, তবে সরকার নির্দেশ দিলে যাওয়া যাবে।