অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশ–ভারত উভয় দেশের জন্যই ভালো হয়নি এবং দুঃখজনক।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক ও অর্থনীতিতে প্রভাব পড়বে কি না।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের এখানে কোনো প্রভাব পড়েনি। ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি।’ অর্থনৈতিক ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্তগুলোতে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান।
পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করতে পারেন।’ ঘটনাটি রাজনৈতিক কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। মোস্তাফিজ একজন ভালো ক্রিকেটার। যারা নিয়েছে তারা পর্যালোচনা করেই নিয়েছে। হঠাৎ বন্ধ করে দেওয়া দুর্ভাগ্যজনক।’
আরেক প্রশ্নে তিনি বলেন, ‘হিটলারের সময় অলিম্পিক হয়েছিল। সবাই গিয়েছিল। এটা আবেগের কাজ। দুই পক্ষ বিবেচনা করলে সমাধান হবে।’